ভৈরবে উল্টোপথে আসা যাত্রীবাহী বাসের চাপায় এক কিশোর নিহত

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

আফসার হোসেন তূর্য, ভৈরব, কিশোরগঞ্জ: ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে।

১০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সেন্ট্রাল হাসপাতালের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। উল্টোপথে আসা যাত্রীবাহী বাসের চাপায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।

নিহত কিশোরের নাম রকিবুল ইসলাম। সে পেশায় একজন হোটেল কর্মচারী। নিহত কিশোরের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টোপথে এসে রকিবুলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ধাওয়া করে নরসিংদী থেকে ঘাতক বাস ও চালককে আটক করে। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম।

/এসএস

Comments