মিন্নি কেন জামিন পাবে না, জানতে হাইকোর্টের রুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ নিউজ ডেস্ক বরগুনার রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেপ্তার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। সাত দিনের মধ্যে এ রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বরগুনার এসপি’র কাছে ব্যাখ্যা চেয়ে ও মামলার তদন্ত কর্মকর্তা কে নথিসহ তলব করেছেন আদালত। আগামী ২৮ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সোমবার আয়শা সিদ্দিকা মিন্নির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগে নাকি পরে, দোষ স্বীকার-সংক্রান্ত বিষয়ে বরগুনার পুলিশ সুপার সংবাদ সম্মেলনে করেছিলেন তা জানতে চেয়েছিলো হাইকোর্ট। গত ২৬ জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়। Comments SHARES জাতীয় বিষয়: