বেনাপোলে ৬ নারী রোহিঙ্গাসহ পাচারকারী আটক

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৬ নারী রোহিঙ্গা ও ১ জন পাচারকারী আটক হয়েছে। এসময় তাদের ভুয়া পাসপোর্ট জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন আজিজ তাহারা (১৭), হাফিজা খাতুন (২০), শরিফা (১৯), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও মঞ্জুর আহম্মেদ (৩৯)।

জানা গেছে, ওই রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ শিবিরে ছিলেন। চাঁদপুরের পাচারকারী মঞ্জুর আহম্মেদের মাধ্যমে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে তাদের আটক করলেও রাতে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, পাচারকারী মঞ্জুর আহম্মেদ তাদেরকে ভুয়া পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করার জন্য হোটেল ‘সান সিটি’তে অবস্থান করছিলো। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরন করা হবে বলেছেন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।

/এসএস

Comments