দাওরায়ে হাদীস ও মেশকাতের সব পরীক্ষা বাতিল, ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল জামাত) ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীন মেশকাত জামাতের (ফজিলত) অনুষ্ঠিত সব পরীক্ষা বাতিল এবং অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শনিবার সকালে জরুরি বৈঠকে বসে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ও ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর মতিঝিলে হাইয়াতুল উলইয়া এর অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাইয়াতু উলইয়ার অধীন দাওয়ারায়ে (মাস্টার্স) এর পেছনের অনুষ্ঠিত সকল পরীক্ষা বাতিল এবং সামনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। অন্যদিকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীন মেশকাত (ফজিলত) জামাতের অনুষ্ঠিত সকল পরীক্ষাও বাতিল এবং সামনের পরীক্ষা স্থগিত করা হয়।

এ বিষয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- তদন্ত কমিটির আহ্বাবায়ক হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি রুহুল আমিন, সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মাহফুজুল হক।

আজ আজ (শনিবার) রাজধানীর সকাল ৭টায় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে ঢাকার মতিঝিলে সংস্থাটির কার্যালয়ে একটি জরুরি বৈঠকে দাওরায়ে হাদীসের পরীক্ষা বাতিলের এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বৈঠকে উপস্থিত হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু। তিনি জানান, আগামী ২৩ এপ্রিল থেকে ৩মে পর্যন্ত পরীক্ষা নতুন সময়সূচি ঘোষণা করেছে সংস্থাটি।

তিনি আরো জানান, ইতিপূর্বের গৃহীত দাওরায়ে হাদীসের সকল বিষয়ের পরীক্ষা নতুন করে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে পরীক্ষা বিরতি রয়েছে। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচিও প্রকাশ করা হবে বলেও জানান তিনি

এদিকে, বেফাকের পরীক্ষবা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ জানান,  ফজিলত ১ম বর্ষের গৃহীত সকল পরীক্ষা বাতিল ও অনুষ্ঠিতব্য সকল বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে বেফাক কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি রুহুল আমিন, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামসুদ্দিন জিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী, মুফতি এনামুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি জসিমউদ্দিন, মাওলানা নুরুল হুদা ফয়েজী প্রমুখ ।

/আরএ

Comments