চুড়ামনকাটিতে পল্লী চিকিৎসকের ইনজেকশনে রোগীর মৃত্যুর ঘটনা ৮০ হাজার টাকায় ধামাচাপা! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির বাগডাঙ্গা বাবু বাজারের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ইনজেকশনে রোগীর মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে দেনদনবার শুরু হয়েছে। গণমাধ্যমে খবর প্রকাশ ও থানায় অভিযোগ দায়েরের পর ওই পল্লী চিকিৎসকের অনুসারিরা ভুক্তভোগী পরিবারকে ম্যানেজ করতে মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৮০ হাজার টাকায় ঘটনার নিষ্পত্তিতে তারা সফল হয়েছেন। তবে ইনজেকশনের পর রোগীর মৃত্যুর পর অভিযুক্ত পল্লী চিকিৎসক রফিকুলের বিরুদ্ধে জেলা গ্রহণ করেনি সিভিল সার্জন। বাগডাঙ্গা গ্রামের খোরশেদ আলী জানান, গত ১৭ জুন তার ছেলে শফিুকুল ইসলাম শফিক বুকে ব্যথার কারণে বাগডাঙ্গা বাবু বাজারের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের কাছে যান। এসময় তিনি রোগীকে ইনজেকশন পুশ করেন। এর কিছু সময় পর মারা যান শফিক। এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশে তোলপাড় শুরু হয়। বেসামাল হয়ে পড়েন পল্লী চিকিৎসক রফিকুল। এদিকে, ঘটনার দুইদিন পর ত্রুটিপূর্ণ চিকিৎসায় শফিকের মৃত্যু হয়েছে দাবি করে তার স্ত্রী সালমা বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। এরপর পল্লী চিকিৎসক রফিকুল এলাকার প্রভাবশালীদের কাছে ধর্ণা দেন স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। বাগডাঙ্গা গ্রামের কয়েক ব্যক্তি জানান, শুক্রবার সকালে গোপনে সালিশ বৈঠকে বসা হয়। সেখানে গ্রাম দোগাছিয়া হেলাল নামে এক ব্যক্তি মৃত শফিকুলের স্ত্রী সালমা বেগমকে ৮০ হাজার টাকা দেয়ার জন্য ডাক্তার রফিকুল ইসলামকে বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, রাকিব, কোরবান আলী, ইব্রাহিম হোসেন, মনিরুল ইসলাম ও ওই কথিত ডাক্তার রফিকুল ইসলাম। সালমা বেগম টাকা নিতে অসম্মতি প্রকাশ করলেও জোর করে টাকা দিয়ে বলা হয় থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিতে। এসময় টাকা লেনদেনের বিষয়টি গোপন রাখার জন্য শাসানো হয় তাকে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তিনি গুরুত্বের সাথে তদন্ত করছেন। যশোরের সিভিল সার্জন ডা, দিলীপ কুমার রায় জানান, যে কোন কারণেই রোগীর মৃত্যু হতে পারে। কিন্তু পল্লী চিকিৎসক ইনজেকশন পুশ করতে পারে না। এটা অবশ্যই অনিয়ম। বিষয়টি নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমি যশোরের বাইরে ছিলাম। রোববার বিষয়টির সরেজমিন তদন্ত করা হবে। এসকে/ Comments SHARES সারাদেশ বিষয়: