খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগের সংরক্ষিত নারী এমপি মনোনিত হলেন বাসন্তী চাকমা

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

মো: লোকমান হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগের সংরক্ষিত নারী এমপি মনোনিত হয়েছেন বাসন্তী চাকমা। গতকাল আওয়ামী লীগ থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনে বাসন্তী চাকমার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন। সেখানে অন্যান্যদের সাথে সংরক্ষিত আসনে খাগড়াছড়ির বাসন্তী চাকমার নাম ঘোষনা করা হয়।

বিকাল সাড়ে ৪ টা থেকে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা চলে। সভায় দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১৫১০ জন। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই ফরম বিক্রি করে দলটি। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে।

জানা জায়, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি। তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত ৪১ জনের নাম ঘোষণা করেছে। এছাড়া জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন।

/আরএ

Comments