নড়াইলে উদ্বোধন হলো ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯’

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নড়াইল সদর হাসপাতালে ১৬-২০ এপ্রিল পর্যন্ত চলমান এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্বাস্থ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইলের সিভিল সার্জন ডাঃ মুন্সী আসাদ-উজ-জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুজ্জামান সেতু, হাসপাতালের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকতাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একারণে জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, সুস্থ দেহে সুন্দর মন। শরীর সুস্থ থাকলে মানুষের মনও ভালো থাকে। আর সুস্থ মনের মানুষ নিজেকে অপরাধ থেকে দূরে রাখে।

সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় সেবা সপ্তাহ-২০১৯ এর আয়োজন করেছি। এতে করে জনগণ আরও বেশি স্বাস্থ্য সেবা পাবে বলেও তিনি মত প্রকাশ করেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ হাসপাতালে সেবার মান খুবই ভালো। এরই ধারাবাহিকতায় জনগণের সেবার মান সুষ্ঠভাবে নিশ্চিতকরণের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হয়ে থাকে

/আরএ

Comments