মানিকগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ-২০২৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ মানিকগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানিকগঞ্জের আয়োজনে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মো. রফিকুল ইসলাম, বিভিএম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ মহাপরিচালক জনাব মোঃ আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস। এছাড়া, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, মেজর খন্দকার নাহিদ আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মকছেদুল মোমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, বিশেষ করে আনসার কমান্ডার ও ভাষা শহীদ আবদুল জব্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া ৬৭০ জন বীর আনসার সদস্যকে সম্মান জানান। তিনি দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জোর দিয়ে বলেন। এছাড়াও তিনি মাদকবিরোধী অভিযান, বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মানিকগঞ্জ জনাব ডাঃ মোঃ মকছেদুল মোমিন; উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শাখা জনাব সানজিদা জেসমিন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মানিকগঞ্জ জনাব সুজন কুমার; উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জ জনাব অলকা প্রভা দে; আঞ্চলিক ব্যবস্থাপক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, ঢাকা অঞ্চল, জনাব মোঃ এনামুল হক; জনাব মোঃ ইবনুল হক, সহকারী জেলা কমান্ড্যান্ট, মানিকগঞ্জ আনসার ও ভিডিপি। এছাড়া, উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা আনসার ও ভিডিপির বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী এবং অত্র জেলার সাতটি উপজেলার ৩০০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিগণ। বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ নানা উপহার তুলে দেওয়া হয় তাঁদের হাতে। Comments SHARES সারাদেশ বিষয়: Bangladesh Ansar and VDP district assembly