বান্দরবানের বিভিন্ন মৌজা’র জুম খাজনা আদায় সম্পন্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯ নুসিং মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের ১৪১তম রাজপূণ্যাহ উৎসবকে সামনে রেখে বান্দরবানের বিভিন্ন মৌজা’র জুম খাজনা আদায় সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার শহরে মধ্যম পাড়ার রোয়াংছড়ি তারাছা মৌজার হেডম্যান কার্যালয়ে প্রজাদের কাছ থেকে খাজনা নেন মৌজা প্রধান উনিহ্লা । এসময় প্রত্যেক জুমিয়াদের কাছ থেকে ৬ টাকা ৭৫ পয়সা, এক বোতল কাঞ্চি, মুরগি ও নজরানা হিসেবে ৫০০ টাকা করে নেওয়া হয়। এসময় মৌজার ১৩টি পাড়ার কার্বারি ( পাড়া প্রধান) উপস্থিত ছিলেন। প্রজাদের কাছ থেকে সংগ্রহ করা এ খাজনা রাজপূণ্যাহর দিনে বান্দরবানের বোমাং সার্কেল চিফের কাছে হস্তান্তর করা হবে। ১৮৭৫ সাল থেকে বোমাং সার্কেল এই রাজপুণ্যাহ উৎসব পালন করে আসছে। আগামী ৮মার্চ শুক্রবার রাজার মাঠে বসবে (তিন দিনব্যাপী) ১৪১তম ঐত্যিবাহী রাজপূণ্যাহ এই উৎসব। উৎসবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সহ আরো অনেকে উপস্থিত থাকবেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: