বান্দরবানের লামায় ৪ মাসেও চালু হয়নি পৌর বাস টার্মিনাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯ নুংিস মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় নবনির্মিত পৌর বাস টার্মিনালটি উদ্বোধন হয়েছিল ৪ মাস আগে। কিন্তু এখনও চালু হয়নি। ফলে, পৌর এলাকার রাস্তার বিভিন্ন স্থানে গাড়ি থামিকে যাত্রী ওঠা-নামা করতে হচ্ছে। এতে শুধু যাত্রীরা নয়, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণও। লামা পৌর বাস টার্মিনাল উদ্বোধন করা হয় গেলো বছরের ৩০ অক্টোরব। কিন্তু ৪ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি টার্মিনালটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে বাস টার্মিনালটি নির্মাণে খরচ হয় ২ কোটি টাকা। বান্দরবানের বৃহত্তম লামা উপজেলা শহরে প্রতিদিনই চলাচল করে অসংখ্য যানবাহন। নির্দিষ্ট টার্মিনাল না থাকায়, এসব যানবাহনে যাত্রী উঠা-নামাসহ যাবতীয় কাজ হয় রাস্তায় পার্কিং করেই। টার্মিনাল নেই, তাই গাড়ি রাখার জন্য ব্যবহার হচ্ছে পৌর ঈদগাঁ মাঠ। যেখানে যাত্রীদের জন্য নেই বসার জায়গা, নেই পাবলিক টয়লেটও। এদিকে পৌর মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম একুশনিউজ২৪ ডটকমকে জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে লামা বাস টার্মিনালটি চালুর হবে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: