উপজেলা নির্বাচন; বালিয়াডাঙ্গীতে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

ইলিয়াস আলী: উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চাচা ভাতিজাসহ ৩ টি পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই পর্বে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার সামশুল আযম।

বাদ পড়া প্রার্থীরা হলেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু লিটন ও কামরুজ্জামান মহিলা ভাইস চেয়ারম্যান পদের মিনা বেগম। এদের মনোনয়নপত্র দাখিলের সময় ২৫০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় গড়মিলের কারণে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া অপর প্রার্থী উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী সরকারি চাকরি করার কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী উপজেলা আ. লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ. লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ. লীগের সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তার ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন- বড়পলাশবাড়ী ইউনিয়ন আ. লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন- আ. লীগ নেত্রী আলেয়া পারভীন, জুলিয়া তাসনিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা আক্তার, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ।

/আইকে

Comments