বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মোর‌্যাল মঞ্চে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বালিয়াকান্দি থানা, বালিয়াকান্দি সরকারি কলেজ, স্কাউটস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বালিয়াকান্দি সরকারি বালিকা বিদ্যালয়, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কাজী এজাজ কায়সার, উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আল-কামাল, বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ওয়ায়েদুল হক প্রমূখ বক্তব্যে রাখেন।

আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীরা কেক কেটে জন্মবার্ষিকী পালন করে। পরে শিশুদের চিত্রপটে বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিআইজে/

Comments