বালিয়াকান্দিতে ২ দিন ব্যাপী ৪৮ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ২ দিন ব্যাপী ৪৮ তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা – ২০১৮ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে, উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উদ্বোধনের শুরুতেই জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও নিজ নিজ বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা।

উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার।

অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, তেতুঁলিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ মুরাদুল ইসলাম, রাজধরপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহেদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

/এসএস

Comments