বালিয়াকান্দিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাহমিদা খানম, জাইকা প্রতিনিধি মো. রাশেদ্দুজ্জামান। এসময় এনজিও কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ আলোকসজ্জা করা হয়।

/আরএ

Comments