বালিয়াকান্দিতে ৫ দিন ব্যাপী ৩২ প্রহর নামযজ্ঞানুষ্ঠান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ৪, ২০১৯ অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। ১লা মে বুধবার থেকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে আগামী ৫ মে অষ্টকালীন লীলা কীর্তনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। নাম শুধা পরিবেশন করেন বরিশাল জেলার পাগল বিজয় সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার প্রভুজী সম্প্রদায়, খুলনা জেলার মা-যশোদা সম্প্রদায়, নড়াইল জেলার গৌরিদেবী সম্প্রদায়, খুলনা জেলার প্রেমানন্দ সম্প্রদায়, ও রাজবাড়ী জেলার অদ্বৈত সম্প্রদায়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন বগুড়া জেলার নমিতা দেবনাথ, ভ্রান্তি সরকার ও ফরিদপুর জেলার তন্ময় দাশ। মহানাম যজ্ঞানুষ্ঠানে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার অসুস্থ হয়ে ভারতের কলকাতায় মেডিকো হাসপাতালে চিকিৎসারত থাকায় তার রোগ মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: