বালিয়াকান্দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের বই বিতরণ

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বালিয়াকান্দি উপজেলার ২২ টি শিক্ষা কেন্দ্রের জন্য নতুন বই বিতরণ
করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ৬৬০ জন শিক্ষার্থীদের জন্য কেন্দ্র শিক্ষকদের হাতে এই নতুন বই তুলে দেয়া হয়।

শিক্ষার্থীদের জন্য নতুন বই তুলেদেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার।

এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শিক্ষক প্রতিনিধি বিধান রায়, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়াসহ কেন্দ্র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এসএস

Comments