কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা প্রশিক্ষন

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

অনিক সিকদার, বালিয়াকান্দি, (রাজবাড়ী) প্রতিনিধি: রাজস্ব খাতের আওতায় ২০১৮-২০১৯ বছরে গুলশা,পাবদা, টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা (২য় ব্যাচ) প্রশিক্ষন বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত হয়

এসময় ২০ জন পুকুর মালিকের অংশগ্রহনে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমাান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো:রবিউল হক, ফিল্ড এ্যসিসট্যন্ট মো:রাউফুর রহমান প্রমুখ।

এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য জেলা মৎস্য কর্মকর্তা মো:মজিনুর রহমান  বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.)মো:রবিউল হক তার এক বক্তব্য বলেন দেশে যখন দেশীয় মাছ বিলুপ্ত প্রায় তখন বাংলাদেশ সরকার এসকল মাছ রক্ষার জন্য উদ্যেগ গ্রহন করেছে।

তিনি আরো জানান,বিশ্ব খাদ্য সংস্থার এক গবেষনায় মাছ চাষে বাংলাদেশের অবস্থান ৩য়।দিন ব্যাপি এই প্রশিক্ষনে পুকুর মালিকদের মিশ্র পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয়।

/এসএস

Comments