বালিয়াকান্দিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬৮ জন কর্মকর্তা অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে আইন-শৃঙ্খলা বিষয়ের উপর বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি- বিপিএম সেবা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাসুম রেজা।

এসময় সহকারি কমিশনার হাবিবুল্লা, সহকারি কমিশনার মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক কামাল হোসেন ভূইয়া, গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

/এসএস

Comments