বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ অভিযান ও জরিমানা

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

অনিক সিকদার বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারী জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৪ মার্চ সোমবার বালিয়াকান্দির তোহাবাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে সরকারী জায়গায় দোকান তোলার জন্য সবজি বিক্রেতা অমরেশ কুন্ডুকে (৫২) ৬০০ টাকা, মুরগি বিক্রেতা শফিকুল ইসলামকে (৪০)  ২০০ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদকৃত স্থাপনা

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মহিউদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা রাজিব খান, ও বালিয়াকান্দি ভূমি অফিসের ষ্টাফরা।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মহিউদ্দিন বলেন, জরিমানা আপনাদের জন্য সতর্কবার্তা এরপরও যদি আপনারা সরকারী জায়গায় অবৈধ স্থাপনা তৈরী করেন তাহলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

/আরএ

Comments