বালিয়াকান্দিতে আইন শৃঙ্খলাসহ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা আইন শৃংখলা,
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির দুটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা
নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস- চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহ্ধসঢ়; মোঃ সজিব, বালিয়াকান্দি থানার
অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান
আলী , জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ।

এসময় বিভিন্ন দপ্তরের mকর্মকর্তাবৃন্দ ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সাথে কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

Comments