বালিয়াকান্দিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯ অনিক সিকদার, বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়কপ্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন। বিশেষ অলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার ও উপজেলা প্রকৌশলী সজল দত্ত। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, শিক্ষা কর্মকর্তা মো: আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রাজী, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন মোল্ল্যা, নারুয়া ইউপি চেয়ারম্যন মে: আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ সজিব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা কর্মশালায় উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: