বালিয়াকান্দিতে ওরস অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে প্রাণ গেল দু’জনের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯ অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: বালিয়াকান্দিতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলায় রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের শিয়ালডাঙ্গী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এ দূর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে প্রায় ১১ জন। আহতদের উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ মিলন হোসেন (২২) ও একই গ্রামের কাতেব আলীর ছেলে জামাল হোসেন (২৫)। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফললুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অন্ধ হুজুরের তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরীফে যোগ দিতে আসছিলো। তাদের বহনকৃত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এতে দুই জন নিহত হয়। ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: