সংরক্ষিত মহিলা আসনে কবিতাকে এমপি দেখতে চান বালিয়াকান্দিবাসী

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

অনিক সিকদার, বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিবাসী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসাবে চান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মৌসুমী কবিতাকে।

তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম চৌধুরী মোজাম্মেল হোসেন ও মা মিসেস শাহানা চৌধুরী। মৌসুমী কবিতা রাজবাড়ী জেলার প্রথম ব্যারিস্টার।

ব্যারিস্টার মৌসুমী কবিতার বড় ভাই চৌধুরী মঞ্জুরুল কবির র‌্যাব-৪ এর পরিচালক, ছোট ভাই চৌধুরী মাহবুব-উল কবির হিমেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক। তার আরেক ভাই চৌধুরী মনিরুল কবির বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি।

এলাকাবাসী জানান, স্বাধীনতার পর ১৯৭৯ সালে একবার বালিয়াকান্দি থেকে মরহুম মো. সিরাজুল ইসলাম মৃধা সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আজো অবধি কেউ বালিয়াকান্দি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত মহিলা আসন থেকে এবার আমাদের এলাকার কৃর্তী সন্তান ব্যারিস্টার মৌসুমী কবিতাকে সংসদ সদস্য নির্বাচিত করুক। কারণ- এলাকার মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। কাজের ফাঁকে সময় পেলেই তিনি নারীর টানে ছুটে আসেন আমাদের মাঝে। তাই আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই।

ব্যারিস্টার মৌসুমী কবিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে যে কাজ করেছেন তা বিশ্ব নজির। যদি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সব সময়ই চান তার পরিষদবর্গ সৎ, কর্মঠ আর শিক্ষিত হোক।

তাই আমি আশা করছি এবারের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য সংসদ সদস্য পদে মনোনীত করবেন। আমাকে চুড়ান্ত মনোনয়ন দিলে আমি এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সচেষ্ট থাকবো।

ব্যারিস্টার মৌসুমী কবিতা ১ম বিভাগে এস.এস.সি, হলিক্রস কলেজ থেকে ১ম বিভাগে এইচ.এস.সি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন থেকে এল.এল.বি (অনার্স), এল.এল.এম (ঢা.বি) পাস করেছি।

এছাড়াও তিনি এম.ফিল (ঢা.বি), এম.বি.এ , বি.পি.টি.সি (লন্ডন), বার-অ্যাট-ল (লিংকন্স ইন) এবং পি.এইচ.ডি (ফেলো, অন-গোয়িং, ঢা.বি) করছে।

উল্লেখ্য, ব্যারিস্টার মৌসুমী কবিতা প্যানেল আইনজীবি হিসাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড, প্রেট্রেবাংলা গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড ও জাতীয় নদী রক্ষা কমিশনে কর্মরত আছেন এবং বাংলাদেশ রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

তিনি দাবা প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। স্কুল জীবন থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতেন।

Comments