বাঘারপাড়ায় সরস্বতী পূজা উৎসব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯ শান্ত দেবনাথ, যশোর: যশোরের বাঘারপাড়ায় তিথী অনুযায়ী শনিবার ও রবিবার শুরু হয়েছে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। কেউ কেউ শনিবার আবার কেউ কেউ রবিবার এ দেবীর পূজা অর্চণা করেছেন। শাস্ত্রীয় বিধান অনুসারে, শুক্লা পক্ষের পঞ্চমী তিথী অনুযায়ী সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যথা: অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ,ফুল, বেল পাতা ইত্যাদি। লোকাঁচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। এই দিন ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। এদিকে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এ দিন শিক্ষার্থীরা দেবীর নামে উপোষ থেকে স্নান করে পূষ্পাঞ্জলী প্রদান করেন । এ দিন উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহীতদের সাথে কথা বললে তারা জানান, সরস্বতী দেবী বিদ্যার দেবী। এ দেবীর পূজা করে দেবীকে তুষ্ট করতে পারলে জ্ঞান-বিদ্যায় পরিপূর্ণতা লাভ করা যায়। পূজার দিন বিভিন্ন ধরনের প্রসাদ নিবেদন করে এরপর পূজা সমাপ্ত হয়। সরস্বতী পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শালবরাট পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক লিটন দেবনাথ, কোষাধক্ষ্য সঞ্জিব দেবনাথ, সদস্য বিধান, দেবব্রত, সুজয়, সুব্রত, প্রহল্লাদ, অমিত, সুকান্ত, শিমুল দেবনাথ প্রমুখ। এরপর সকলেই উপোষ থেকে অঞ্জলী দিয়ে প্রসাদ বিতরণ করে পূজা সমাপ্ত করে। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: