৭ নির্বাচনকর্মী হত্যার মামলায় আজ্ঞাত ৫০ জন আসামি

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

একুশ ডেস্ক: বাঘাইছড়িতে ৭ নির্বাচনকর্মী হত্যা করে এক দল দুর্বৃত্তরা।

ঘটনার প্রায় তিন দিন পর বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুর আলম জানান, বুধবার রাতে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আক্তার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন বাঘাইছড়ি থানায় করা এ মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয় বলে ওসি মঞ্জুর জানান।

সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর ব্রাশ ফায়ারে ৭ জন নিহত হন।

এর পরদিন বিলাইছড়ি উপজেলায় আরেকটি হামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী। এ ঘটনায় এখনও মামলা হয়নি। এ দুই হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এফএফ

Comments