বাঘারপাড়ায় আরআরএফ এর উপকারভোগি বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন(আরআরএফ) এর উদ্যগে গতকাল বাঘারপাড়ায় উপকারভোগি বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত, স্বর্ণ কিশোরি ও গ্রাম বিদ্যুৎবিদদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

আরআরএফ এর উজ্জীবিত প্রকল্পের আওতায় ৮ জন সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে বিভিন্ন প্রকার কাপড়, ৩ জন গ্রাম বিদ্যুৎবিদকে টুলবক্স, ৩০ জন স্বর্ণ কিশোরিকে বই, কেরাম বোর্ড, বল, মাদুর, লাফদড়ি প্রদান করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও পিকেএসএফ এর সহযোগিতায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, আরআরএফ এর যশোর অঞ্চলের আরএম দিলিপ কুমার মিত্র, শাখা ব্যবস্থাপক কবির হোসেন রানা, প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন ও সাবের হুসাইন প্রমুখ।

/আরএ

Comments