বাঘারপাড়ায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতে কয়েকটি ঔষধের দোকান, ক্লিনিক ও ডায়গোনষ্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আবু সুফিয়ান এ জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পনী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এন ছুরত আলম, সহকারি পুলিশ সুপার সোহেল পারভেজ, যশোর জেলা ড্রাগ সুপার রেহান হাসান।

উপজেলা সদরের দোহাকুলা বাজারে মামুন নামে এক ঔষধ ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মামুন বিভিন্ন স্থান থেকে ঔষধের ডাক্তারি স্যাম্পল সংগ্রহ করে বিক্রি করে। অভিযান চলাকালে তার দোকানে মেয়াদ উর্ত্তীন ও বিক্রি নিষিদ্ধ ঔষধ উদ্ধার হয়।

হাসপাতাল গেটে খাজাবাবা ক্লিনিকের বৈধ কোন কাগজ পত্র না থাকায় এর মালিক নুর হাসান লাল্টুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে প্রথমা ডায়াগনোস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা ও সিটি ডায়াগনোস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন অপরাধে ঔষধ ব্যবসায়ি এনামুল কবিরকে দুই হাজার, আজম আলীকে পাঁচ হাজার ও জুবায়ের হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

বিআইজে/

Comments