বাঘারপাড়ায় শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

শান্ত দেবনাথ: বাঘারপাড়ার বিভন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঝড়ে অনেকের ঘর-বাড়ি ধসে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে সবজির ক্ষেত, রাস্তা ও বসতবাড়ির গাছপালা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

উপজেলার দোহকুলা ইউনিয়নের খলশী, সুকদেবনগর, ছাইবাড়িয়া, বহরামপুর, রায়পুরসহ বিভিন্ন ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হলেও ক্ষতির মাত্রা বেশি শেখেরবাতান গ্রামে।

জানা যায়, বাসুয়াড়ি ইউনিয়নের শ্রীরামপুরের আজগর মোল্লার ২৫ শতক জমির পেঁপে ক্ষেত লন্ডভন্ড হয়েছে, নষ্ট হয়ে গেছে ক্ষেতের সমস্ত পেঁপে।

এসব নগরের বিভন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে গেছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

দোহকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেছেন, তার ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে সহায়তা করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহীদুল আলম বলেছেন, প্রত্যেকটি এলাকায় সবজি ক্ষেতের কম-বেশি ক্ষতি হয়েছে। পেঁপের ক্ষেতগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ।

বাদবাকি শিলাবৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয়নি বললেও চলে। কারণ অনেক এলাকায় পানির লেয়ার নিচে নেমে গিয়েছিলো। সেসব এলাকায় বোরো ক্ষেতে সেচ দিতে সুবিধা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

/এফএফ

Comments