রামপালে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

রামপাল প্রতিনিধি: বাগেরহাটের রামপালে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আ. খালেক।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিগত সময় থেকেই আওয়ামী লীগ সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। গত বছর শিক্ষার্থীদের আমরা সময়মতো বই দিয়েছিলাম। তাদের লেখাপড়ায় যেনো কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের বিশেষ নজর রাখতে হবে।

শিক্ষাক্ষেত্রে আওয়ামীলীগ সরকারের বিগত উন্নয়ন তুলে ধরে তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনযোগী হতে বলেন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, ইউএনও তুষার কুমার পাল, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম মাতুব্বর, রামপাল থানার ওসি লুৎফর রহমান, শেখ আবু জাফর সিদ্দিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এরপর তিনি রামপাল মডেল স্কুল, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বই উৎসবে যোগ দেন। একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎসবমূখর পরিবেশে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করে।

/সিএইচ

Comments