পাসপোর্ট ফেরত পেলেন হেফাজত মহাসচিব আল্লামা বাবুনগরী

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

একুশ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর পাসপোর্ট ফেরত পেলেন হেফাজতে ইসলামে মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী।

আজ মঙ্গলবার সন্ধা ৭টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন পাসপোর্ট নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে যান।

আল্লামা জোনায়েদ বাবুনগরীর হাতে পাসপোর্ট হস্তান্তর করে প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এর আগে মঙ্গলবার সকালে হেফজতের আমীর আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিনকে ফোন করে বাবনগরীর পাসপোর্ট ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় জয়নুল আবদিন আজকের মধ্যেই পাসপোর্ট ফের দেয়ার কথা জানান।

এরপর সন্ধা সাড়ে ছয়টা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন জানান, আমি এখন (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট) বারডেমে আল্লামা বাবুনগরীর পাশেই আছি। প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণের মধ্যে পাসপোর্ট নিয়ে হাসপাতালে আসবেন।

/এসএস

Comments