বাবুগঞ্জে দুটি পাকা রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাশেদ খান মেনন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুন ২, ২০১৯ নিজস্ব প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের কেদারপুর ও রহমতপুর ইউনিয়নের দুটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন (এমপি)। গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর ভূতেরদিয়া এলাকায় পাঁচ শত মিটার রাস্তা এবং বিকেলে খানপুরা বিমানবন্দর হইতে বিচারপতি আঃ জব্বার খান সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত ৭৫০ মিঃ পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ধোধন কেেরন। উদ্বোধন কালে (সাংসদ রাশেদ খান মেনন ) বলেন, আমারা যথাসাধ্য এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছি। আশা করি বাকী কাজগুলো শিঘ্রই হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন (বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ এর সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহামুদ, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টি.এম শাহজাহান তালুকদার, উপজেলা প্রকৌশলী মাহমুদ আল ফারুখ, ওয়ার্কার্স পার্টির নেতা ফিরোজ আলম, যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা শাহিন হোসেন যুবমৈত্রী নেতা জামাল হোসেন, হাসানুর রহমান পান্নু, আলাউদ্দিন খান, সাবেক ছাত্রনেতা কামাল পারভেজ, যুবনেতা শফিউল করিম টিপু,ছাত্রনেতা রুবেল সরদার, আবুল কালাম কলেজ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ রনি প্রমুখ। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: