বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

রুবেল সরদার, বাবুগঞ্জ: সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি’র সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা মাহবুল হাসিব মামুন, উপজেলা মৎস্য কর্মকতা জয়ন্ত কুমার অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আখতার, বিআরডিবি অফিসার মাহবুবুর রহমান নান্নু, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, দি হাঙ্গার প্রোজেক্ট উপজেলা সমন্বয়কারি মোঃ আল-আমিন শেখ, রহমতপুর ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ ফকির প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শির্ক্ষার্থীরা উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন ।

/আরএ

Comments