বাবুগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ ড্রাম চিমনি ভাঙলেন ইউএনও

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

রুবেল সরদার, বাবুগঞ্জ: বাবুগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।

বাবুগঞ্জে বৈধ-অবৈধ প্রায় ৩০ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অন্তত ৮টি ভাটায় রয়েছে অবৈধ ড্রাম চিমনি। সোমবার সকালে তিনি স্থানীয় ফাইভ স্টার, ফোর স্টারসহ তিনটি ইটভাটার অভিযান চালিয়ে ছয়টি ড্রাম চিমনি ভেঙ্গে দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার বলেন, ড্রাম চিমনি থেকে নির্গত কার্বণ পরিবেশের মারত্মক ক্ষতি সাধণ করে। শুধু তাই নয় ইটভাটা এলাকার আবাদি জমিতে কোন কৃষি উৎপাদিত হয় না।

প্রতিটি ইটভাটার কাছাকাছি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা। শিক্ষাঙ্গনের কোমলমতি শিশু, আবাসিক এলাকার সাধারণ মানুষের জীবন রয়েছে ঝুঁকির কবলে।

এমনও সংবাদ পাওয়াগেছে ইটভাটায় সরবরাহকৃত মাটির বেশীর ভাগ নদীর তীর কেটে সরবরাহ করে থাকেন অবৈধ মাটি ব্যবসায়ীরা। আর এতে নদী ভাঙ্গন প্রবনতা বেড়ে যায় অনেকাংশে। তাই এলাকায় অবৈধ কোন ইটভাটা চলতে দেয়া যাবে না এবং এ ব্যপারে অভিযান অব্যাহত থাকবে।

তবে ক্ষতিগ্রস্থ ইটভাটার মালিকরা জানিয়েছেন, তারা নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করছেন।

/এসএস

Comments