বাবুগঞ্জে দুই দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

মো. রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে জমকালো আয়োজনে শুরু হয়েছে দুদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা। মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও কৃষি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় ওই মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আরশেদ আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের সভাপতিত্বে দুদিন ব্যাপী ওই কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাম্মৎ মরিয়মের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহআলম বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিথীকা রানী সরকার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মহসিন হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান নান্নু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, বিএনপির সহ-সভাপতি মোশারেফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাদিকুর রহমান সুরুজ, উপজেলা পরিষদের সিএ শাহরিয়ার রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএ

Comments