বাবুগঞ্জে বিধিবহির্ভূত বদলি বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

মো. রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে বহিরাগত শিক্ষকের ১০ কোটার অতিরিক্ত বিধি বহির্ভূত প্রধান ও সহকারী পদে আন্তঃউপজেলা বদলী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’র ব্যনারে প্রায় শতাধীক শিক্ষকের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর নির্দেশিকা ২০১৮ এর ৩.১১ নং অনুচ্ছেদ অনুযায়ী উপজেলার মোট পদের সর্বাধিক ১০% পদে সংশ্লিষ্ট উপজেলার বাহির থেকে শুন্য পদ সাপেক্ষে বদলী হওয়া যাবে।

বাবুগঞ্জ উপজেলায় বর্তমানে বহিরাগত শিক্ষকের কোটা ১০% পূর্ন হওয়ায় এবং প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য ৩৫% কোটায় ১৯ জন শিক্ষক কর্মরত থাকায় আন্তঃউপজেলায় বদলীর কোনো সূযোগ নাই।

কিন্তু তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন বিধি বহির্ভূত বদলী প্রস্তাব প্রেরণ করেন। বিধিবহির্ভূত এই বদলি বাদিল এবং এরকম আর কোনো প্রস্তাব প্রেরণ থেকে বিরত থাকার অনুরোধ করে বক্তারা বলেন অন্যথায় আমরা আইনের আশ্রয় নেবো।

/আরএ

Comments