বিকাশের মাধ্যমে প্রতারণার দায়ে আটক ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯ একুশে ডেস্ক: বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম, খোকন বনিক (২৩), মো: সাইদুল ইসলাম ওরফে জসিম (২৪) ও মো: সাইদুল ইসলাম ওরফে সাইদুল (২৬)। জানা যায়, ৫ মার্চ’১৯ তারিখ ১৫.২৫ টায় ধানমন্ডি আড়ং শপিং মলের উত্তর পাশের ২ নং রোডে নিউ ধানমন্ডি টেলিকমের সামনে অভিযান চালায় ধানমন্ডি জোনাল টিম। অভিযানকালে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকার বিকাশের দোকানে রক্ষিত বিকাশ লেনদেনের রেজিস্টারের ছবি কৌশলে তুলে। পরবর্তী সময়ে পরস্পর যোগসাজসে নিজেদেরকে বিকাশ কোম্পানীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিকাশ একাউন্টধারীদের ফোন করে। কথার ছলে একাউন্টধারীদের নিকট হতে বিকাশ একাউন্টের পিন নাম্বার সংগ্রহ করে তাদের বিকাশ একাউন্ট হতে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। /এফএফ Comments SHARES সারাদেশ বিষয়: