শপথ নিলেন মেয়র আতিকুল ইসলাম

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯

একুশে ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথ নিলেন আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, নিবারচিত হওয়ার আগে আতিকুল ইসলাম তার দেওয়া এক ভাষণে বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো- ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা।

কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে। এসময় প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা নগর উন্নয়নের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীক নিয়ে আতিকুল পান ৮লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের এই উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট পাঁচজন।

/এফএফ

Comments