তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: আইনমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ একুশ নিউজ ডেস্ক: লন্ডনে অবস্থানরত দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানিয়েছেন। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও জুডিশিয়াল অফিসারদের ৩৮তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি। মানবতাবিরোধী অপরাধীদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, আপিল বিভাগে অপেক্ষমাণ মানবতাবিরোধী অপরাধীদের মামলার শুনানি করার বিষয়টি বিচার বিভাগের ওপর নির্ভর করে। বিচার বিভাগ স্বাধীন। আমরা কখনই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না। তবুও আপিলে থাকা মানবতাবিরোধী অপরাধীদের মামলা যেন শুনানির ব্যবস্থা করা হয়, সে বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আলোচনা করবো বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: