বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে: সাবেক শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

নাঈমুর রহমান শান্ত: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে, আজকের বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতুর মত সেতু নির্মাণ করতে সক্ষম।

বুধবার সকাল ১০ টায় হাজেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রথমে ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরেন পরে তিনি এ কথা বলেন।

আ. লীগের প্রবীন এ নেতা বলেন, সকল ষড়যন্ত্রের মধ্যেও এ দেশের মানুষ নৌকাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে।শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন আগামীতে গ্রামগুলো শহড়ে পরিনত করা হবে।

সুযোগ সুবিধা ভোগ করতে হলে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: জলিল মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো: শাহআলম , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নলছিটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: রশিদ হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান।

এফএফ

Comments