প্রেসক্লাবে আমানুল্লাহ কবীরের জানাযা সম্পন্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯ একুশ নিউজ: বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আমানুল্লাহ কবির জানাযা প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব চত্তরে তার জানাযা সম্পন্ন হয়। এর আগে বেলা ১২ টায় প্রেসক্লাব চত্তরে তার মরদেহ আনা হলে সর্বস্তরের সাংবাদিকরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রবীণ এ সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে কিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে জামালপুরে তার গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া কথা রয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: