চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের অপারেটর কার্যক্রম চালুর দাবিতে মানবন্ধন

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

ঐশ্বর্য সাহা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটর কার্যক্রম চালুর দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুই ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালীন সময়ে উপজেলা সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

শনিবার আলমডাঙ্গা রেলস্টেশন সড়কে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলমডাঙ্গা স্টেশন সংগ্রাম কমিটির ব্যানারে এ মানববন্ধন গড়ে তোলা হয়। গত ৩০ জানুয়ারী থেকে আলমডাঙ্গা রেলষ্টেশনের অপারেটর কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে ২ জন বুকিং সহকারী ১ জন পোটার দিয়ে চলছে ষ্টেশনের কার্যক্রম। যেখানে স্টেশনটি পরিচালনার জন্য প্রয়োজন ১২-১৩ জন স্টাফ। স্টাফ না থাকার ফলে ট্রেন কখন আসবে সেটা যাত্রীরা জানাতে পারছে না।

এরই পরিপেক্ষিতে শনিবার আলমডাঙ্গার সর্বস্থরের জনগন মানববন্ধন গড়ে তোলে। এ সময় বক্তব্য দেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রান্ত সাধারন সম্পাদক ইয়াকুব হোসেন মাষ্টার আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক মতিয়ার রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিন, বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন আগামী ১৫দিনের মধ্যে স্টেশনের কার্যক্রম পুরোপুরি চালু না হলে পরবর্তীতে ট্রেন চলাচল বন্ধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

/আরএ

Comments