না ফেরার দেশে চলে গেলেন কবি আল মাহমুদ

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

একুশ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। শুক্রবার রাত ১১ টায়  ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে শেষনিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ।

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেওয়া হয়েছিলো আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত ১০ দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের জন্য কবি আল মাহমুদ বিশেষভাবে বিখ্যাত। বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে তার প্রধান পরিচয় ছিল- তিনি কবি ও সাংবাদিক। কিন্তু স্বাধীনতাত্তোরকালে বহুমাত্রিক পরিচয়ে নিজেকে বিকশিত করেন আল মাহমুদ।

কর্মজীবনে তিনি হন বিপ্লবী দৈনিক পত্রিকার সফল সম্পাদক, তারপর সরকারি চাকরিজীবী, সে অবস্থায়ই অবসর। আবারও সাংবাদিকতায় নিবেদিত হন কলামিস্ট হিসেবে।

আর সাহিত্য ক্ষেত্রে তার প্রত্যয়ী প্রকাশ ঘটে একাধারে কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ভ্রমণ কাহিনী রচয়িতা ও ছোটগল্পকার রূপে। অল্প কিছু গানও লিখেছেন বটে। শেষ পর্যন্ত তিনি হয়ে ওঠেন অজস্র প্রসূ লেখক।

তার জীবদ্ধশাতেই ১৩ খন্ডের আল মাহমুদ রচনাবলি প্রকাশ করে ঐতিহ্য প্রকাশনী।

/আরএ

Comments