শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমিতে আল মাহমুদের মরদেহ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

একুশ নিউজ: সোনালী কাবিনের প্রয়াত কবি আল মাহমুদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমিতে আনা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার কিছুক্ষণ আগে একাডেমির নজরুল মঞ্চে তাঁর মরদেহ রাখা হয়।

গতকাল শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আল মাহমুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করেছেন কবির পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, তারা অনুমতির জন্য এসেছেন। উপাচার্য এখনও সিদ্ধান্ত জানাননি।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।

/আইকে

Comments