এবার গুলশানের কাঁচাবাজারে আগুন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯ একুশ ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। এফএফ Comments SHARES জাতীয় বিষয়: