বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ওষুধ ফার্মেসীর জরিমানা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯ অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বহপুর বাজারে ভ্রাম্যমান আদালতে এক ওষুধ ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে বহরপুর বাজারে ওষুধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসের ছেলে ওষুধের ফার্মেসীর মালিক উৎপল বিশ্বাস (৪০) কে মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ধসঢ়; মোঃ সজিব। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: