শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ২১, ২০১৯ কুষ্টিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী এক শিক্ষিকাকে ধর্ষণের দায়ে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম শরিফুল ইসলাম। এছাড়া তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে। তিনি মুজিবনগর আম্রকানন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক। ধর্ষণের শিকার ওই শিকিা একই বিদ্যালয়ে খ-কালীন শিকিা হিসেবে কর্মরত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিকিা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক নিবন্ধন পরীায় অংশ নিতে অভিযুক্ত শিক শরিফুলের সঙ্গে কুষ্টিয়া যান। শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগ্নি পরিচয়ে আলাদা আলাদা ক ভাড়া নেন। ভোরে ওই শিক্ষিকার ঘরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শরিফুল। বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকিও দেয়া হয়। পরে ওই শিকিা গুরুতর অসুস্থ হলে একটি ইজিবাইক ভাড়া করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে কৌশলে পালিয়ে যায় শরিফুল। এ ঘটনায় ভুক্তভোগী শিকিা বাদী হয়ে প্রধান শিক শরিফুলকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ২০১৬ সালের ১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দ- পাওয়া শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন। এএ/ Comments SHARES সারাদেশ বিষয়: