চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আব্বাস-ফরিদ

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলী আব্বাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌধুরী ফরিদ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছর ক্লাব পরিচালনার জন্য নতুন নেতৃত্ব তৈরি করেন।

সভাপতি পদে এটিএন বাংলার আলী আব্বাস পেয়েছেন ১২৭ ভোট। একই সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আই’র চৌধুরী ফরিদ। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সালাউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে এটিএন বাংলার মঞ্জুর কাদের মঞ্জু নির্বাচিত হয়েছেন ১৩০ ভোট পেয়ে।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজাদীর নজরুল ইসলাম (৮৭), অর্থ সম্পাদক দৈনিক পূর্বদেশের দেব দুলাল ভৌমিক (১১৪), সাংস্কৃতিক সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের রুপম চক্রবর্তী (১২৮) এবং ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের দেবাশীষ বড়-য়া দেবু ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে রাশেদ মাহমুদ (৮৭), সমাজ সেবা ও অ্যাপায়ন সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মো. আইয়ুব আলী (১৪১), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিন্টু চৌধুরী (১০৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে দেশ রূপান্তরের ম শামসুল ইসলাম (১১৯), দৈনিক সুপ্রভাতের স.ম ইব্রাহীম (১০৪), দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী (৮৯) এবং দৈনিক প্রতিদিনের সংবাদের কাজী আবুল মনসুর (৮৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্লাবের ২৩০ জন স’ায়ী সদস্যের মধ্যে ২১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগের পর রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার নির্বাচনের ফল ঘোষণা করেন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের আনাগোনায় সকাল থেকে রাত পর্যন্ত মুখর ছিল প্রেস ক্লাব চত্বর।

/আরএ

Comments