৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮

ডেস্ক: ৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। শেষ হবে ২৬ নভেম্বর।

মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার পরীক্ষা আর নেওয়া হবে না। একইসঙ্গে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত কাগজপত্র, সাক্ষাৎকারপত্রসহ প্রার্থীরা পিএসসি কার্যালয়ে উপস্থিত হবেন। এসব কাগজপত্রের একটি করে সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।

/আরএ

Comments