৩০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই : সিইসি

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

একুশ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সক্ষমতা নেই বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনিন জানান, আরপিও সংশোধন হলে নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভবনা রয়েছে।

নূরুল হুদা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও ইভিএম প্রস্তুতের উপর ভোটগ্রহণের এ পদ্ধতির ব্যবহারের পরিধি নির্ধারণ হবে।

শুক্রবার বিকেলে সিলেট উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইভিএম পদ্ধতিতে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধীতা প্রসঙ্গে তিনি বলেন, এখনো মানুষের কাছে ইভিএম পরিচিত করা যায়নি। তাই এ পদ্ধতি সম্পর্কে এখনো সবার স্বচ্ছ ধারণা নেই। দেশের ৬৪টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি আশাবাদী।

ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত ইভিএম পদ্ধতিতে কোন ধরণের অনিয়মের অভিযোগও ওঠেনি। বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

/আরএ

Comments