হাফেজ্জী হুজুরের বড় ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮ একুশনিউজ২৪: আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন। টানা ২৭ বছর মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ তিনি আমীরের দায়িত্ব পালন করেন । পরে তিঁনি পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন। আরএ Comments SHARES জাতীয় বিষয়: হাফেজ্জী হুজুরের বড় ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল